
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের বাজুয়া সাপ্তাহিক হাট মঙ্গল বার ২০ জানুয়ারী বাজুয়া বাজারের বীজ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বীজ প্রত্যয়ন অফিস এবং দাকোপ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন খামারবাড়ি খুলনা এর জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা স্যার,জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড.রুবায়েত আরা স্যার,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলার সহকারী পরিচালক মো: ওয়ালিদ বিন হাবিব স্যার,উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলাম বীজ প্রত্যয়ন অফিসার বি এম নাহিদ হুসাইন ।অভিযানকালে ৩ জন বীজ ব্যবসায়ীকে ২০০০ টাকা করে জরিমানা করা হয় এবং কয়েক প্যাকেট মেয়াদোত্তীর্ন বীজ জব্দ করা হয়। এ ধরনের অভিযানকে তরমুজ চাষীরা স্বাগত জানিয়ে বলেন, এর ফলে কৃষকরা মানসম্মত বীজ চাষ করে লাভবান হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।