স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
তীব্র শীতের কনকনে ঠান্ডায় যখন দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল "ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন"। সংগঠনটির উদ্যোগে খুলনার দৌলতপুর এলাকার সমস্যা গ্রস্ত ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
ST. Benedict Church, Daulatpur, Khulna ক্যাম্পাসে এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Fr. Gabriel Shishir Premananda (OSB)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Fr. Carlos Rubini (OSB)- Jubilee Bible Writer, সমাজ সেবক William Sashim Roy এবং কামাল হোসেন জোয়ারদার।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের সবচেয়ে অবহেলিত ও কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম। শীতের সময় একটি কম্বল শুধু শরীরের উষ্ণতা নয়, অসহায় মানুষের মনে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতিও জাগিয়ে তোলে। তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- মার্ক রায় ও সহোধর্মিনী প্রনতি ক্রুশ, সভাপতি - যোসেফ ডি' কস্তা, প্রচার সম্পাদক- পঙ্কজ গমেজ, লিন্ডা গামসালভেজ, বিভাস বাড়ৈ সহ অন্যান্যদের। যারা এই মহান পরিকল্পনা নিয়েছেন।
অনুষ্ঠান চলাকালে অতিথিরা নিজ হাতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। এই সময় অনেক অসহায় মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। কম্বল পেয়ে তারা বলেন, তীব্র শীতে এই সহায়তা তাদের জন্য আশীর্বাদের মতো। অনেকেই জানান, এই কম্বল না পেলে শীতের রাতগুলো কাটানো তাদের জন্য অত্যন্ত কষ্টকর হতো।
এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে SWIT (Social Welfare Improvement Trust)। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।
ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- মার্ক রায় জানান, আমাদের এসোসিয়েশনটী দীর্ঘ সময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
সংগঠনের মানবিক কার্যগুলো অব্যাহত রাখতে যারা সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে তিনি কৃতজ্ঞতা জানান। তিনি আরও উল্লেখ করেন, আমরা একটু মানবিক হলেই আমাদের চারপাশটা আরো বেশি সুন্দর হয়।এ ধরনের মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান তিনি জানান।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত