
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি-:
খুলনার পাইকগাছায় থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় থানার সামনে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া। সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ,ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী,সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আমির হামজা। ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদ্য সচীব এসএম এমদাদুল হক,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক সম্পাদক এসএম এনামুল হক, আহবায়ক উপজেলা মুক্তি যোদ্ধা উপজেলা কমান্ড গাজী রুহুল আমিন,জামায়াত নেতা মাওঃ এসএম আমিনুল ইসলাম,পাইকগাছা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি প্রকাশ ঘোষ বিধান, শিক্ষক প্রতিনিধি বাহারুল ইসলাম,আনিছুর রহমান, সাংবাদিক মোসলেম উদ্দীন ও সাবেক পৌর কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ। সভায় প্রধান অতিথি বলেন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থান থাকবে।।নির্বাচন বানচালের কেউ কোন প্রকার অপচেষ্টা করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে।
প্রেরকঃ
মোঃ শফিয়ার রহমান
উপজেলা প্রতিনিধি
পাইকগাছা খুলনা
০১৭১২৩৩৩১৯৫