স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মেয়াদ উত্তীর্ন কমিটি ভেঙ্গে দিয়ে দাকোপ উপজেলা
ও চালনা পৌরসভা পুজো উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা দিয়েছে খুলনা জেলা পুজো উদযাপন কমিটি।
গত২৬ ডিসেম্বর খুলনা শীতলাবাড়ী মন্দির চত্তরে খুলনা জেলা পুজো উদযাপন পরিষদের কার্য্য নির্বাহী কমিটির একসভা অনুষ্ঠিত হয়। পুজো উদযাপন কমিটির সহ-সভাপতি রতন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে গোবিন্দ্র বিশ্বাসকে আহবায়ক এবং প্রবীর কুমার রায় বাপ্পীকে সদস্য সচীবকে করে ২৫ সদস্যের দাকোপ উপজেলা কমিটি ঘোষণা দেওয়া হয়।একই সময় চিন্ময় কুমার বিশ্বাসকে আহবায়ক এবং অধ্যাপক লিপিকা বৈরাগীকে সদস্য সচীব করে ২১ সদস্যের চালনা পৌরসভা পুজো উদযাপন পরিষদের কমিটি ঘোষণা দেওয়া হয়।এ ব্যাপারে খুলনা জেলা পুজো উদযাপন পরুষদের সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন,সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার নতুন এই কমিটি গঠন করা হয়েছে।আগামীতে জেলা নেতৃবৃন্দের উপস্হিতিতে দাকোপে পরিচিতি সভা করে সকলের মতামতে পুর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত