
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সরকারি এলবিকে (লাউডোব বাজুয়া কৈলাশগজ্ঞ) মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।১৪ জানুয়ারী বুধবার সকাল থেকে দু’দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী শিক্ষক, অভিবাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসব মূখর হয়ে উঠে।,সভাপতির বক্তৃতায় সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র জোয়াদ্দার বলেন,, বাংলাদেশ এখন খেলাধুলায় অনেক দূর এগিয়ে গেছে, আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াড়র অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। আমার কলেজের ছেলেমেয়েরা একসময় জাতীয় পর্যায়ের খেলোয়াড় হবে বলে আমি বিশ্বাস করি। , আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেনএলবিকে ডিগ্রি কলেজ এর যথাক্রমে প্রভাষকবৃন্দ মন্জু হালদার,চন্চল কুমার পাইক,রেখা রানী রায়,উৎপল কান্তি বৈদ্য ,মোঃ মাহবুবুর রহমান,মাখন লাল মন্ডল,
,,মন্দিরা হালদার,দেবব্রত রায়,তপন কুমার গাইন,রাধাকান্ত মন্ডল,উমারানী মন্ডল,সবুজ কান্তি শীল,দেবাশীষ মন্জু হালদার,নিলাদ্রী শেখর শীল,শিল্পী রানী পোদ্দার,মোঃ আবু নেছার,আবু নেছার,ফজিলা খাতুন,বানী রায় প্রমূখঃ।,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়,সিনিয়য়র সাংবাদিক তুষার দাস,,অনুষ্ঠানে দিতীয় দিনে আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি গ্রামবাংলার ঐতিহ্যবাহী রঙিন পোশাক, নৃত্যের ছন্দ ও গানের সুরে মঞ্চজুড়ে ফুটে ওঠে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রাণবন্ত উপস্থিতি; যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়।