
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলার সেরা স্কুল চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের সার্থক সেন সর্বজিৎ এর সেরা রেজাল্ট। সে নার্সারি ক্লাস থেকে ৪৫০ এর মধ্যে ৪৫০ পেয়ে স্কুল ফার্স্ট হয়েছে।এ লক্ষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃবোরহান উদ্দিন মিঠু ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেছেন।, কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ সম্মাননা তুলে দেওয়া মানে শুধু পুরস্কার দেওয়া নয়, বরং এটি একটি প্রতীকী স্বীকৃতি—যা তাদের মেধা, শ্রম ও আত্মত্যাগের প্রতি সমাজের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এই সম্মাননা শিক্ষার্থীদের মাঝে গর্বের অনুভব জাগায় এবং ভবিষ্যতের পথে তাদের এগিয়ে যেতে নতুন প্রেরণা যোগায়।প্রতিযোগিতার নয়, প্রেরণার উৎস।১ম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ায় তার ঠাকুরদা কল্যাণ সেন, ঠাকুমা কল্পনা সেন ও দাদু স্বপন কুমার রায়, দিদা সবিতা রায় সহ আত্মিয় স্বজন এলাকাবাসী সবাই ওর জন্য আশির্বাদ ও ভালোবাসা জানিয়েছেন।সার্থকে সেন এর গর্বিত পিতা, মাতা সাগর সেন ও শম্পা রায় সেন সবার কাছে প্রার্থণা কামনা করেছে তাদের সন্তান যেন একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তৈরী হতে পারে।