মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীর হানাতুন নেছা কেয়া নামে দশম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত কেয়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায়। লেখাপড়ার সুবিধার্থে সে ঠাকুরগাঁও সদর পৌর শহরের হাজীপাড়া এলাকায় একটি মেসে থাকতো।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিষয়টি ঘিরে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বিস্ময় বিরাজ করছে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত চলছে।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত