
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
অন্ধকার দূর করবে মুক্তির আলোকবর্তিকায়, মানুষ সেই প্রত্যাশায় নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন বাসীসহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান আমিনুল ইসলাম ।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখের ভরা একটি বছর। ২০২৫ সালের সকল চাওয়া পাওয়াকে অতীত করে আগামী প্রত্যুষে আরেকটি বছরের নতুন সূর্যোদয় হবে। সেই বছরটিতে যেন প্রাপ্তিতে ভরপুর হয় সবার জীবন। এ থেকে সব মানুষ মুক্তি পেয়ে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর পৃথিবী যেন গড়তে পারি এই হোক ইংরেজি নববর্ষের শুরুতে আমাদের সকলের শপথ। ধনী দরিদ্র সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন আর একটি কথা না বললেই নয়, পুরোনো গ্লানি মুছে নতুন ভাবে বাঁচার প্রত্যয়ে যেমন শুরু হয় বাংলার নববর্ষ। ঠিক তেমনি ইংরেজী মাসের শেষে উৎসবমুখর পরিবেশে পালিত হয় থার্টি ফাস্ট নাইট। বছরের শেষ এ দিনটিতে পুরো বিশ্ব জুড়ে পালন করা হয় নববর্ষের উৎসব। ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গে সুর ও সঙ্গীতের মূর্ছণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। আতশবাজির আলোকছটায় ছেয়ে যায় আকাশ। শুরু হয় প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠানো। একে অপরকে উপহার আদান প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পালন করা হয়ে থাকে ইংরেজী নববর্ষ। তাই ৩১ ডিসেম্বর রাত ১২ বাজার সঙ্গে সঙ্গেই সর্বস্তরে চিৎকার করে ওঠে সবাই বলে হ্যাপি নিউ ইয়ার! মহান বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২৫ সালকে বিদায় জানিয়ে আগামীর ২০২৬ সালকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমাদের সকল বেদাবেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে এবং নতুন বছর সবার জন্য বয়ে আনুক আশার আলো। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপী নিউ ইয়ার ২০২৬।