
এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি।।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কচুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।
এক শোকবার্তায় কলেজ শাখার সভাপতি মোঃ হিমেল খান এবং সিনিয়র সহ সভাপতি এস এম হুমায়ুন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন , বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং ৩০ ডিসেম্বর ২০২৫ সালে ইন্তেকাল করেন।শোকবার্তায় উল্লেখ করা হয়, তিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছেন।
নেতৃদ্বয় আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপিকে তিনি সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত
করেন।কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।