স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষার ফলাফল সকাল ১০ টার দিকে প্রকাশিত হয়েছে। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মেধাবীদের পুরস্কার বিতরণ করেছে দাকোপের বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে এ পুরুষ্কার ও ফলাফল বিতরণ করা হয়। প্রতিটি ক্লাশের ১ম ২য় ও তিতীয় স্হান অধিকারীকে বৃত্তি প্রদান করা হয়।
এ লক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় এর প্রধান শিক্ষক শশাংক ঢালীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদ্য,সহকারী অধ্যাপক প্রনবেন্দু রায়,প্রভাষক নীলাদ্রীশেখর শীল,সহকারী প্রধান শিক্ষিকা মিসেস দরোথী সরকার,হিন্দু বৈদ্য খৃষ্টান কল্যান ফ্রন্টের সদস্য সচিব দীপক সরদারবাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম খান,দাকোপ প্রেসক্লাবের সিনিনয় সহ সভাপতি স্বপন কুমার রায়,সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস সহ অনেকে।দাকোপের বাজুয়া এলাকায় মনোরম ও সুন্দর পরিবেশে সুনামের সঙ্গে দীর্ঘদিন যাবত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত