
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌরসভার প্রশাসক মোঃবোরহান উদ্দিন বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে চালনা পৌরসভার সেন্ট মাইকেল ক্যাথোলিক চার্চ,এ্যাসেমব্লীজ অব গর্ড চার্জ,খলিসা বেবস্টিস চার্চ সহ বেশ কয়েকটি গির্জা পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দাকোপ উপজেলায় ৪৩ টি গির্জার অনুকূলে প্রতেক ্টিতে ৫০০ কেজী করে চাউল বিতরণ করা হয়েছে।
জানা যায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫:শে ডিসেম্বর এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকে।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিরমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।
বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নেন খৃস্ট ধর্মের প্রবতক যিশু খ্রীস্ট। সারা বিশ্বের খ্রীস্ট ধর্মে বিশ্বাসীরা মহা সমাহহে পালনা করেন সেই যিশু খ্রীস্টের জন্মতিথি শুভ বড়দিন।শুভ বড়দিন উদযাপনে ‘শুভ বড়দিন’ উদযাপনে খ্রীস্টান সম্প্রদায়ের বাড়ি গুলো এখন উৎসবমুখর। গির্জা গুলো সাজানো হচ্ছে নানা রং বেরংয়ের সাজে। এছাড়া বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরী, ক্রিস্টমার্স ট্রি সাজানোসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে গ্রামের বাড়িতে এসেছে আত্বীয় স্বজনরা। বড়দিন উপলক্ষ্যে যিশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে চলছে নগরকীর্তন।
দিবসটি ঘিরে আজ আনন্দ-হাসি-গানে প্রাণ মিলবে প্রাণে এবং গির্জায় গির্জায় হবে প্রার্থনা।মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে অন্তরে অন্তরে। এছাড়া ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে মেতে উঠবে শিশুরা। ইত্যেমধ্যে সারাদেশে ন্যায় চালনা পৌরসভায় আচাভুয়া সেন্টমাইকেল ক্যাথোলিক চার্চ দিনটি পালন উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান কালে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, দাকোপ উপজেলা আই সিটি অফিসার সমীর বিশ্বাস, দাকোপে প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, বর্তমান ,চালনা পৌরসভার অফিস সহকারী মোঃ সোহেল হোসেন, সহ বিভিন্ন গির্জার ফাদার গন উপস্থিত ছিলেন।