স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনা জেলা বিএনপির আহবাহক মনিরুজ্জামান মন্টু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নেতা কর্মীদের সঙ্গে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে এক সঙ্গে কাজ করতে হবে।সকল ভেদাভেদ ভুলে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে খুলনা ১- আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান কে ধানের শীষ প্রতীক এর কাজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে বিজয়ী করার আহবান করছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। খুলনা জেলা বিএনপির নির্দেশ মোতাবেক দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি আয়োজিত জরুরি কর্মী সভা ২২ ডিসেম্বর বিকাল তিনটাযর দিকে চালনা ডাকবাংলোয় দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহা সভাপতিত্বে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা ১আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান,এস এম শামীম কবির, জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলূ। বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান,চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা, সভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার,আয়ুব আলী কাজী,বারীক গাজী, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম হাওলাদার কামরুজ্জামান টুকু, গাজী জাহাঙ্গীর আলম,হাফিজুর রহমান হাফিজ, বাচ্চু ফকির,এস এম গোলাম কাদের, ফয়সাল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরদার, শেখ সেকেন্দার আলী,বেনী মাধব বিশ্বাস, আশরাফ হোসেন গাজী,ঈসা সানা,তপন কুমার মন্ডল, শেখ রফিকুল ইসলাম, খান মনিরুল ইসলাম মনি, আব্দুর রহিম তালুকদার, হালিম হাওলাদার,রাজু হাওলাদার, শফিকুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্লা,এস এম শামীম, শাহাবুদ্দিন গাজী,তাহের শেখ, ইফতেখার কবির বাপ্পী, দেলোয়ার হোসেন,অমল গোলদার, সমীর সাহা,কৌশল্ল্যা রায়,জান্নাতুল ফেরদৌস,, পারুল বেগম, রিমা গাজী, দিপিকা মন্ডল, আমিনুল ইসলাম বুলবুল হাসমত খলিফা, জিএম রুমন, জয়দেব কুমার, শহিদুল ইসলাম, প্রমুখ।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত