
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশ-বিদেশ অবস্থানকারী বাংলাদেশের সকল নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি অফিসার মেহেদী হাসান
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,মহান বিজয় দিবস গভীরভাবে স্বরণ করছি এদিন বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরব উজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় এ দেশ আমার গর্ব—এ বিজয় আমার প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক বাংলাদেশ স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ
তিনি আরও বলেন, লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ। মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর গভীর শ্রদ্ধা জানাই।
আমাদের এই প্রিয় মাতৃভূমির রক্তার্জিত স্বাধীনতার আজ ৫৫ বছর। বাংলাদেশের সকলকে জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।