
স্বপন কুমার রায় খুলনা খুলনা ব্যুরো প্রধান
দাকপে সত্ব দখলীকৃত সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এছাড়াও সম্পত্তিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে ভাবে ঘর তৈরি করায় ও দখলে নেয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন।
১৩ ডিসেম্বর শনিবার দাকোপ প্রেসক্লাবেক্লাবে সংবাদ সম্মেলন করেন চালনা সবুজ পল্লী এলাকার আব্দুস আলী শিকদারের পুত্র হারুন শিকদার তার পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন খুলনা জজ কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান ।
দাকোপের পানখালী মৌজার এস এ খতিয়ান ১, দাগ নম্বর ৬১৫৬ , জমির পরিমাণ ,৫০ একর যার বন্দোবস্ত দলিল নং ,১০০৫ /৮২-৮৩ । এই সম্পত্তি হাইকোর্টের সিভিল রিভিশন নং ৩৫০০ /২০২৪ মামলা চলমান থাকা সত্ত্বেও আচা ভূয়া এলাকার মৃত শামসুর রহমানের পুত্র কাজী ইমদাদুল হক, মকবুল শেখের পুত্র কামরুল ইসলাম শেখ, মৃত মোজম সর্দারের পুত্র আবুল হোসেন সরদার , মৃত বক্কার গাজীর পুত্র বশির গাজী ও আরিফ গাজী , মৃত খিলু কাজীর পুত্র পান্না কাজী , ও গৌতম শীল । উক্ত ব্যক্তিগণ উপরোক্ত তফসিল সম্পত্তিতে অবৈধভাবে দখলে নিয়ে বাঁশ চটাবেড়া ইত্যাদির সরঞ্জামাদি নিয়ে ঘর তৈরি করে । এ সময় উপস্থিত ছিলেন আকবর আলী লস্কর,আলী হোসেন।