
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান (২২ নভেম্বর ) শনিবার ঐতিহ্যবাহী গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকসেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসক পর্যটনকেন্দ্রের বিদ্যমান সুযোগ-সুবিধা, ব্যবস্থাপনার মান ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটকবান্ধব পরিবেশ সুনিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শাকিল আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী জনাব আশরাফুল আলম রাসেল সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এসময় বলেন, শেরপুর জেলার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানসম্মত সেবাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা প্রশাসনের তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন শেরপুরকে একটি সমৃদ্ধ, নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় জেলা প্রশাসন বদ্ধপরিকর।