বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রাথমিক মনোনয়ন বাতিল করে নির্যাতিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বিশুবাড়ি এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বিশুবাড়ী সড়ক হয়ে কাটা খালি সেতুর কোরিয়ান গেট হয়ে বালুয়া বাজার এসে শেষ হয়। ধানের শীষের মনোনয়ন জনসম্পৃক্ত ত্যাগীর জন্য চূড়ান্ত হোক, করতে হবে-স্লোগানে 'আমরা ধানের শীষ পরিবারের' ব্যানারে এই কর্মসূচির আয়োজন করেন। মিছিলে সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন।
এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।মশাল মিছিলের তারা স্লোগানে দেয়- ১/১১ সংস্কারপন্থি মানি না, মানব না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থির ঠাঁই নাই। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী পরিবর্তন চাই। ১/১১ সংস্কারবাদ নিপাত যাক। প্রার্থী পরিবর্তন চাই, দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৭ বছর ধরে কারা নির্যাতিত, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত