
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মাসুদুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সাঘাটার বোনারপাড়ায় পার্টির কার্যালয়ে উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রার্থী মাসুদুর রহমান এলাকার অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার উপেক্ষিত হয়েছে। রাজনৈতিক সুবিধাভোগীদের বাইরে সাধারণ মানুষের কথা কেউ বলে না আবার কেউ শোনেও না আমরা সেই নীরব মানুষের কণ্ঠস্বর হতে চাই।”এসময় তিনি দারিদ্র্য বিমোচন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, নদীভাঙ্গন রোধ, বেকারত্ব সমস্যা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নমূলক অধিকারের জন্য শক্তিশালী আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাঘাটা উপজেলা সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক ছামছুল হক মন্ডল, পার্টির জেলা সদস্য রফিকুল ইসলাম, উপজেলা সদস্য খোরশেদ আলম, ইব্রাহিম আলী,ফারুকুল ইসলাম কাদের, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন পার্টির নেতাকর্মী,ভৃমিহীন সমিতির নেতৃবৃন্দ ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা।