বিশেষ প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান
বরিশাল মডেল সাংবাদিক ক্লাবের উদ্যোগে শহরের ব্ল্যাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ :০০ঘটিকায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও বরিশাল মডেল সাংবাদিক ক্লাব এর সভাপতি এস. এম. নওরোজ হীরা। জাতীয় দৈনিক ভোরের চেতনার বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান ও বরিশাল মডেল সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক খান আরিফ, এবং দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক ও বরিশাল মডেল সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক এস. এম. আল আমিন, দৈনিক সংবাদ সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও বরিশাল মডেল সাংবাদিক ক্লাব এর প্রচার সম্পাদক এইচ এম মাহমুদুল হাসান আনসারী, দৈনিক বরিশাল বার্তার সাংবাদিক ও বরিশাল মডেল সাংবাদিক ক্লাব এর দপ্তর সম্পাদক নাঈম হোসেন, ভোরের চেতনার পত্রিকার মোবাইল ক্রসপেন্ডেন্ট ও বরিশাল মডেল সাংবাদিক ক্লাবের কোষাধক্ষ্য মো:সাখাওয়াত হুসেন সুমন, বরিশাল মডেল সাংবাদিক ক্লাব এর আইসিটি সম্পাদক মোঃ রুহুল আমিন, জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো: ফয়সাল আহাম্মেদ, দৈনিক বাংলাদেশ দর্পণ পত্রিকার সম্পাদক মো:নাঈম ইসলাম,
আজাদ হোসেন , আব্দুস জলিল, মো: পারভেজ হাসান, মো:তারেক অপু, খান তুহিন, মো: ইউসুফ, নাসিম হোসেন, মোঃ রবিউল ইসলাম শান্তু, এইচএম নবীন, জালাল শিকদার, মোঃ মঞ্জু পাটোয়ারী, মোঃ জামাল হোসেন খান, আসাদুজ্জামান সোহাগ, জুনায়েদ আহমেদ, ক্লাবের অন্যান্য সদস্য ও সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ক্লাবের সাম্প্রতিক কার্যক্রম, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, পেশাগত চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা বলেন, সঠিক ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের কল্যাণে ক্লাব সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে ক্লাবের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত