স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পাটি ( এন সি পি) দক্ষিণ অঞ্চলের সমন্বয় মোঃয়াহিদুজ্জামনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ দাকোপ -বটিয়াঘাটা আসনের সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থীহিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০শে নভেম্বর বৃহস্পতিবার দাকোপ প্রেসক্লাবে সস্মেলন কক্ষে বেলা ১২টায় দিকে অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা জাতীয় নাগরিক পাটি (এন সিপি) প্রধান সমন্বয়কারী এস এম এ রশিদ ঁ এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের সমন্বয়কারী ও খুলনা ১ আসনের (দাকোপ বটিয়াঘাটা ) সম্ভাব্য জাতীয় সংসদ প্রার্থী মোঃ ওহিদুজ্জামান।, এ সময় তিনি বলেন, যেহেতু আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন আমরা আগ্রহ প্রকাশ করছি এবং আমরা আশা করছি এই নির্বাচন দেশ জাতীর জন্য কল্যানকর হবে। এই দেশে ফ্যাসীবাদ যাতে আবারও কায়েম না হতে পারে তার জন্য সব রাজনীতির দল এক জায়গায় রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এন সি পি নেতা মোজাম্মেল সরদার, আফসানামিম, ফাহিম ইয়াসিন। দাকোপ প্রেসক্লাবে র সভাপতি শেখ শামীম হোসেন, সাবেক সভাপতি শিপন ভুইঁয়া, গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা,সিনিয়র সহ সভাপতি স্বপন কুমার রায়, আজগর হোসেন সাব্বির, গাজী আবুল বাশার, সহ সাংবাদিক বৃন্দ।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত