রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলার ভাতুড়িয়া মাঠে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পবা–মোহনপুর (রাজশাহী-৩) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল আক্তার। প্রধান অতিথি ছিলেন ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতন ছিলেন—
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন,
সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশিদ,
সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান,
বিএনপি নেতা শামসুজ্জোহা শাহীন,
ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজেমুদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএম আব্দুল কাদের।
সভায় বক্তারা দলীয় প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত