
রাসেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী নগরীতে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান (ডাকনাম সুমন)-কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায়।
এসময় হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ইমন নামে এক যুবককে আহত অবস্থায় আটক করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি ভবনে প্রবেশের সময় নিজেকে “বিচারকের ভাই” পরিচয় দেন এবং দারোয়ানের খাতায় নিজের নাম লিখে প্রবেশ করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আটক ইমনের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করছে পুলিশ।