
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ও শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসসমূহ উদযাপনের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।