
বাগেরহাট:
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সম্ভাব্য প্রার্থী মীর মো. সাব্বির। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি জুলাই যোদ্ধা হিসেবে দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
মীর মো. সাব্বির বাগেরহাট জেলার একজন তরুণ রাজনৈতিক কর্মী। তিনি অতীতে বাগেরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সংগঠক ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি এনসিপির অঙ্গসংগঠন ‘যুবশক্তি’র একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফর্ম সংগ্রহের পর মীর মো. সাব্বির বলেন,আমি সবসময়ই জনগণের পাশে থেকে কাজ করেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার জায়গা। বাগেরহাট-৪ আসনের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে আমি কাজ করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভের চেষ্টা করব।
তিনি আরও বলেন, মোড়েলগঞ্জ-শরণখোলা অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই হবে আমার প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। দলীয় সূত্র জানায়, তরুণ ও যোগ্য নেতৃত্বকে এগিয়ে নিতে এনসিপি এবার গুরুত্ব দিচ্ছে, যার অংশ হিসেবেই মীর মো. সাব্বিরের মতো উদ্যমী নেতাদের মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।