
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে ময়মনসিংহের ভালুকার ২ নং মেদুয়ারী ইউনিয়ন এর জনগণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯নভেম্বর) সকালে বগাজান বাজারের পূর্ব পাশের একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, নাইমুল করিম জান্নাত, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।