
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
ঐতিহাসিক রাসমেলা অঈণে ৭ দিন ব্যাপী নানা আয়োজন করেছে।অনুষ্ঠান মালায় কবিগান,,সংকির্তণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা পালা অনুষ্ঠিত হচ্ছে।৮ নম্ভেবর শনিবার রাতে প্রেম সমাধী যাত্রা পালাটি অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠান
হাজারো দর্শকের পদচারণে আনন্দ মূখর হয়ে উঠে ও রাসখোলা প্রাঙ্গন মূখরিত পড়ে।মন্দির প্রঙ্গণে ছিল চোখ ধাঁধণো আলোক সজ্জা। বিকাল থেকে সারারাত মন্দিরে চলে পুজা অর্চণা।
রাসখোলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রাধাকান্ত মন্ডল ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ রায় বলেন,প্রতি বছরের ন্যায় এ বছরেও অনেক অনুষ্ঠান মালা রেখেছি এর মধ্যে ধর্মীয় অনুষ্ঠা রয়েছে।আমরা আশা করছি দর্শকরা নিরাপদে এ উৎসব উপভোগ করবেন।
রাস উৎসব ঘিরে হাজারো মানুষের নিরাপত্তায় রয়েছে দাকোপ থানা প্রশাসন।উল্লেক্ষ্য, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বস করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় ২০০ বছর ধরে কলাপাড়ায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।