
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষের পর ট্রাকের নিচে পড়ে তিন মোটরসাইকেল আরোহী বন্ধুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের চুঙ্গাতলা এলাকায়।
নিহতরা হলেন—শলুয়া চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী, মানসুর রহমানের ছেলে মারুফ আলী এবং বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্ধ্যায় তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
ওসি আরও জানান, ঘটনাস্থলেই তুহিন ও শিমুল মারা যান। গুরুতর আহত অবস্থায় মারুফকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।