বিজয় চৌধুরী, ঢাকা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সভায় প্রধান অতিথি সালাহউদ্দিন আহমেদ বলেন,
“৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে একটি বিশেষ দিন। সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে সংকট থেকে মুক্তি দিয়েছিল। সেই চেতনা আজও আমাদের সংগ্রামের প্রেরণা। বিপ্লব ও সংহতি শুধু ইতিহাস নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ তখন নতুন দিশা পেয়েছিল। আজ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের তরুণরাই দেশের আগামী নেতৃত্ব। শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনায় গড়ে ওঠা ছাত্রদলই বিএনপির প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ছাত্রদলকে অগ্রভাগে থাকতে হবে। আমরা সংঘাত নয়, সংলাপে বিশ্বাস করি, তবে যদি জনগণের অধিকার হরণ করা হয়, ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে বিএনপির বিকল্প নেই।”
তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এটি শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, এটি জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং ছাত্রদলের দায়িত্ব ও নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সভা শেষে শহীদ জিয়া ও ৭ নভেম্বরের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত