
বিজয় চৌধুরী,ঢাকা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, “৭ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম ও জাতীয়তাবাদের চেতনায় জাতিকে নতুন পথে এগিয়ে নিয়েছিল। জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে অঙ্গীকার নেওয়া হয়েছিল, আজও তা আমাদের পথপ্রদর্শক।”
তিনি আরও বলেন, “আজ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ষড়যন্ত্র ও দমননীতির ভয় না পেয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, ৭ নভেম্বর শুধু বিপ্লবের নয়, এটি সংহতিরও দিন। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক এই দিবস। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের অবদান স্মরণ করে বলেন, তাঁর দেখানো আদর্শই আজকের প্রজন্মের প্রেরণা।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্রদল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সবাই জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।