
এস এম মনির হোসাইনঃ
বরিশালের হিজলা উপজেলায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলার খুন্না বাজার বিএনপি কার্যালয় মন্টু স্মৃতি সংসদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হিজলা উপজেলায় এসে শেষ হয়। সেখানে একটি পথসভার মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন এবং উপজেলার বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ আফসার উদ্দিন হাওলাদার, আলী আহাম্মদে হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন কামাল মৃধা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা, যুগ্ম আহ্বায়ক মতিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার, আল আমিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার, সদস্য সচিব সম্রাট সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।বক্তব্যে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ হিজলা মেহেন্দিগঞ্জে, দল যাকে মনোনয়ন দিয়েছেন ধানের শীষ নিয়ে,আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান ভাইয়েকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ের লাভ করে হিজলা মেহেন্দিগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।