
বিজয় চৌধুরী, ঢাকা
মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
শুক্রবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন,
“আজকের এই দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে শপথ নিচ্ছি— দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ জাতীয় ঐক্য।”
তিনি আরও বলেন,
“বিপ্লব ও সংহতি দিবসের চেতনা হলো ঐক্য, ত্যাগ ও দেশপ্রেম। সকল গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতা ফিরে আসবে।”
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়।