
বিশেষ প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান
বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নের লাল সবুজ শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১:০০ মিনিটের সময় সমিতির নিচ কার্যালয় বসে সমিতির ৩০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
বীজের বিতরে ছিল হাইব্রীড শসা, ঢেরস,কলমী বীজ, ডি এপি মাটি সার ও লাল সার।
বিতরণ কালে সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবির উপস্থাপনায় বাকেরগঞ্জ উপজেলার সমবায় সমিতির কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও সমিতির উপজেলা সভাপতি, মোঃ সোহাগ হোসেন সহ স্থানীয়, মোঃ হুমায়ন কবির চেয়ারম্যান ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ, হাজী মোঃ আলমগীর হোসেন খান (বিশিষ্ট ব্যাবসাই), সৈয়দ লাভলু হোসেন(বিশিষ্ঠ ব্যাবসাই),সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জবের আলী খান, মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল আলম মনসুর, সাবেক প্রধান শিক্ষক নুরুল হক সেলিম সিকদার,
মোঃ সালাম সিকদার,আহবায়ক যুবদল ঢাকা দক্ষিণ সিটি, মোঃ সোবাহান শিকদার, মন্নান মুন্সি, মাসুদ শিকদার, সেন্টু হাওলাদার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন সমিতির কার্যক্রমকে আরো অগ্রগতি প্রসারিত করার।
সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় সদস্য মোঃ জামাল হোসেন খান দানিসুর রহমান লিমন, সভাপতি রিপোর্টার্স ইউনিট, মাসুম বিল্লাহ, চ্যানেল S, উত্তম দাস, কালবেলা,
সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম জানান এই সমিতির কার্যক্রম সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকেই চলে আসছে,যেমন বাল্যবিবাহ রোধ,প্রতিবন্ধীদের সহযোগিতা, অসহায় পরিবারকে সহযোগিতা করা, ছোট ছোট দোকানগুলোকে স্বল্পমূল্যে সুদে ঋণ দিয়ে সহযোগিতা করা,বলতে গেলে সামাজিক উন্নয়ন কাজে সাহায্য করাই হচ্ছে মূল লক্ষ্য। আজ যা করতে পেরেছি সাধারণ মানুষের জন্য সামনে এর চেয়ে বেশি কিছু করতে পারি।
একটা সময় সমাজের প্রভাবিত করত সমাজের উচ্চ বিলাসী কিছু মানুষেরা যা আর নেই কারণ একতা সমতা থাকলে সমাজে কিছু কালো মানুষ কিছুই করতে পারে না, এক কথায় দশের লাঠি একের বোঝা।তাই আমরা চাই সামাজিকভাবে আমাদের সমিতির কার্যক্রমকে অধিকতর সামনে নিয়ে যাওয়া।