
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ১ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা অপরুপা মালাকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ ইকবাল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ভালুকা ময়মনসিংহ” আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ হুমায়ূন কবির, অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা ভালুকা ময়মনসিংহ।
আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সফল সমবায়ীদের মধ্যে মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতিকেও ক্রেষ্ট প্রধান করা হয়। সম্মননা ক্রেষ্ঠ গ্রহন করেন সমিতির চেয়ারম্যান শেখ মোঃ লিটন মিয়া। অনুষ্ঠানে সমবায় সমিতির সদস্য বৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন এ সময় উপস্থিত ছিলেন।