
বাগেরহাট প্রতিনিধি:
বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “রেইজ (RAISE)” প্রকল্পের উদ্যোগে বাগেরহাটে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সভার আয়োজন করে বাস্তবায়নকারী সংস্থা ‘ডাক দিয়ে যাই (ডিডিজে)’।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ মো. এনায়েত হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন মো. রাইসুল ইসলাম, মো. মুজতাহিদুল ইসলাম ও মো. হাসান মাহমুদ।
বক্তারা বলেন, রেইজ প্রকল্পের মাধ্যমে বেকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা হচ্ছে। প্রশিক্ষণ ও ভাতা প্রদানের মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
উল্লেখ্য, প্রকল্পের আওতায় ১৮-৪০ বছর বয়সী বেকার তরুণ-তরুণীদের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ, ২১ হাজার টাকার ভাতা ও উদ্যোক্তা সহায়তা প্রদান করা হবে।