মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির। তাঁর এ অভূতপূর্ব সাফল্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন আন্তরিক অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছে।
জানা গেছে, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য দক্ষতা, জনবান্ধব পুলিশিং, দ্রুত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে রেঞ্জ পর্যায়ের মূল্যায়নে তিনি টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
পুরস্কার গ্রহণের পর ওসি হুমায়ুন কবির বলেন, “এই সম্মান শুধু আমার নয়, এটি ভালুকা থানার প্রতিটি সদস্য ও ভালুকার সাধারণ মানুষের সহযোগিতার ফল। জনগণের আস্থা ও ভালোবাসাকে মূল পুঁজি করে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও মানবিকতায় দায়িত্ব পালন করে যেতে চাই।”
স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং জননিরাপত্তা আরও দৃঢ় হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত