
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে মো. মামুন মল্লিক নামে এক ঘের মালিকের কাছ থেকে মাছ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১ নভেম্বর) ক্ষতিগ্রস্ত মাছচাষি বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. মামুন মল্লিক রামপাল উপজেলার দক্ষিণ সন্নাসী গ্রামের আফছার মল্লিকের ছেলে।
মামুন মল্লিক জানান, গত বুধবার (২৯ অক্টোবর) সকালে তিনটি কাটা ড্রামে নিজের ঘেরে উৎপাদিত গলদা, রুই, কাতলা, চিত্রা, মিনারকার্প, তেলাপিয়া ও পাতারি মাছ ইজিবাইকে করে বারাকপুর বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে পি.সি.ডেমা এলাকার মল্লিক বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে মাদারদিয়া গ্রামের বেদার হাওলাদার, জুয়েল শেখ, মল্লিকেরবেড় গ্রামের ডালি, শাওন শেখ, রুবেল হাওলাদার, সাজারুল ইসলাম সাজু, সন্ন্যাসী গ্রামের রফিকুল ইসলাম রাকিব, শামিম হাসান পলক, গাউস হাওলাদার, সোহাগ হাওলাদারসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইজিবাইকের গতিরোধ করেন।
তিনি অভিযোগ করেন, শামিম হাসান পলকের নির্দেশে হামলাকারীরা তাকে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে কিল-ঘুষি মারে এবং প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এসময় হামলাকারীরা তার প্রায় ৫০ হাজার টাকার মাছ নিয়ে যায়।
পরদিন সকালে মাছের খোঁজে বারাকপুরে গিয়ে দেখেন, হামলাকারীরা বারাকপুর সোনার বাংলা মৎস্য আড়তে সেই মাছ বিক্রির চেষ্টা করছে। বিষয়টি তিনি বাজারের সভাপতি রফিকুল হাওলাদারকে জানালে, তিনি বিক্রির ৩২ হাজার ৮৫০ টাকা আড়তের কাছে গচ্ছিত রাখেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ছিনতাইকারীরা মাছের একটি অংশ অন্যত্র বিক্রি করেছে।
মামুন মল্লিক আরও জানান, হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, “মাছ ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”