
রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) রাত থেকে শনিবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত চলা প্রবল ঝড়-বৃষ্টি কৃষকের মুখে একরাশ হতাশা এনে দিয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি জলমগ্ন হয়ে পড়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ও পানের বরজের।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও ঝড়ে পানের বরজ মাটিতে পড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে, মাঠের বেগুন, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে গেছে। অনেক মাছচাষির পুকুর উপচে পড়ায় মাছ ভেসে গেছে আশপাশের জমিতে। ফলে কৃষকেরা একদিকে ফসল হারানোর শোকে, অন্যদিকে আর্থিক ক্ষতির ভারে দিশেহারা।
সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, যারা চাষাবাদের জন্য চড়া সুদে ঋণ নিয়েছিলেন। এখন ফসল না থাকায় ঋণ শোধ ও সংসার চালানোর চিন্তায় তারা হতভম্ব। কেউ কেউ বলছেন, “সব শেষ হয়ে গেল, এখন কিভাবে চলবো?”হলদি গ্রামের নুরোল বলেন ” আমি ঋণ নিয়েছিলাম সুদের উপর আমার আবাদ ডুবে গেছে, কি ভাবে খেয়ে পরে বেঁচে থাকবো সেটায় বুঝতে পারছি না তার উপর দিতে হবে সুদ সহ ঋণ। ”
স্থানীয় কৃষকরা সরকারের দ্রুত সহায়তা কামনা করেছেন, যাতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়। সব মিলিয়ে ঝড়-বৃষ্টি মোহনপুরের কৃষকদের মুখে যেন এক নিঃশব্দ কান্না বয়ে এনেছে।
মোহনপুরের মৎস্য অফিসার বেনজির আহমেদ বলেন, ” বিলের তলায় খনন করা বেশ কিছু পকুর পানিতে তলিয়ে গেছে খবর পেয়েছি,তবে ক্ষয়ক্ষতি এখনো সঠিকভাবে নিরূপণ করা যায়নি ২-১দিন সময় লাগবে।
কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, “১০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে,তবে পানি যেহেতু বিভিন্ন সাইড হতে আসছে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। “