
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদের ঢেউয়ের বুকে শুরু হয়েছে দুইদিনব্যাপী বর্ণিল নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে কঞ্চিপাড়া ইউনিয়ন যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই লোকজ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ নাহিদুজ্জামান নিশাদ।
প্রথম দিনের প্রতিযোগিতায় গাইবান্ধা ছাড়াও আশপাশের একাধিক জেলা থেকে আসা ৮টি শক্তিশালী নৌকা দল অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই বালাসীঘাটের তীরজুড়ে সৃষ্টি হয় মানুষের ঢল। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-বৃদ্ধ—সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নদীপাড়।
নৌকা চালকদের দৃপ্ত ভঙ্গি, দাপুটে ডিঙি, ছন্দোবদ্ধ দাঁড় টানা আর গানে-গর্জনে ভরিয়ে তোলে পুরো নদী এলাকা। দর্শনার্থীদের চোখে-মুখে ছিল মুগ্ধতা আর উত্তেজনার ঝিলিক।
আয়োজকরা জানান, আগামী শনিবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। কে জিতবে এবারের সেরা চ্যাম্পিয়ন শিরোপা—তা ঘিরে নদীপাড়ের লোকদের মাঝে ইতোমধ্যেই তীব্র উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে।
গ্রামবাংলার এই চিরচেনা ঐতিহ্য যেন আবারও প্রমাণ করলো—বাংলার মানুষ নদী, মাঝি, পাল তোলা নৌকা আর লোকজ উৎসবকে বুকে ধারণ করে চিরকাল।