
আশরাফুল ইসলাম :
নবগঠিত গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন এক সাক্ষাৎকারে বলেন, “আমি চাই গাজীপুর-৬ আসনকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত শিল্পবান্ধব আধুনিক আসন হিসেবে গড়ে তুলতে। এই অঞ্চলের মানুষের উন্নয়ন, শিল্পের প্রসার এবং যুব সমাজের পুনর্জাগরণের মাধ্যমে গাজীপুর-৬ কে সারা দেশের জন্য একটি মডেল আসন হিসেবে উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের দায়বদ্ধ প্রতিনিধি হিসেবে কাজ করব। আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধান ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “গাজীপুর একটি শিল্পসমৃদ্ধ এলাকা। এখানে হাজারো শ্রমজীবী মানুষ প্রতিদিন ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু তাদের প্রাপ্য অধিকার ও নিরাপদ জীবন এখনো নিশ্চিত হয়নি। আমি চাই শ্রমিক, ব্যবসায়ী, কৃষক, তরুণ সবাই যেন একসাথে কাজ করে এই আসনকে উন্নয়ন ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করতে।”
তিনি আরো বলেন “দলীয় নির্দেশনা ও জনগণের সহযোগিতা নিয়ে আমি গাজীপুর-৬ কে এমন এক অঞ্চলে রূপ দিতে চাই, যেখানে থাকবে না কোনো ভয়ের রাজনীতি, থাকবে না চাঁদাবাজি বা মাদক। বরং থাকবে উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির পরিবেশ।”