মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে দুই বছরের কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া নলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম গুজাকুড়া নলকুড়া গ্রামের মোকসেদুল ইসলামের মেয়ে। তার বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় শিশুটি নানার বাড়িতে থাকতো।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে একা একা খেলা করছিল মরিয়ম। পরিবারের সবার অগোচরে সে উঠানের পূর্ব পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির নানা আব্দুল গনি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরিয়মকে পানিতে ভাসতে দেখেন। তিনি ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত