মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের নতুন চমক বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ।
শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, শেরপুর জেলার শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
শ্রীবরদী- ঝিনাইগাতী উপজেলা দীর্ঘ ৫৪ বছর থেকে অবহেলিত উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি। আপনারা যদি পাশে থাকেন এবার ইনশাআল্লাহ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে উন্নয়নের দিকে ধাবিত হবে।
শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন শ্রীবরদী- ঝিনাইগাতী শেরপুর ৩ আসনকে চাঁদা বাজ মুক্ত গড়ার লক্ষ্যে ধানের শীর্ষে ভোট প্রার্থনা করেন।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত