
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর সদর উপজেলার সিংপাড়া গ্রামের মোঃ উমর শরীফ আরমান ২৮ অক্টোবর ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন।
পিতা:রইছ উদ্দীন , মাতা:মমতাজ বেগম তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার । তিনি ছয় ভাই বোনের মধ্যে কনিষ্ঠ সন্তান। তার
স্ত্রী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পুর্ণ করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছেন।
তার বড় ভাই উমর ফারুক বাংলাদেশের স্পেলাইজড হাসপাতালের একজন ডাক্তার।
উমর শরীফ আরমান ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন। মুকুল একাডেমি থেকে ২০০৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এবং ২০০৮ সালে শেরপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৯০পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
এর পর বাংলাদেশের স্বনামধন্য
প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স সম্পুর্ন করেন।
দিন রাত অকাতরে পরিশ্রম করে ৩৬ তম বিসিএস (শিক্ষা)ক্যাডারে প্রভাষক পদার্থবিজ্ঞান হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।
তার প্রথম কর্মস্থল শ্রীবরদী সরকারি কলেজ ও ২য় কর্মস্থল সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর।
তিনি বর্তমানে তিনি শেরপুর সরকারি মহিলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উমর শরীফ আরমান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেছেন।