1. live@dainikgonokotha.online : www.dainikgonokotha.online www.dainikgonokotha.online : www.dainikgonokotha.online www.dainikgonokotha.online
  2. info@www.dainikgonokotha.online : - :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
দৈনিক গণকথা অনলাইন পত্রিকা সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলার ও বিভাগে প্রতিনিধি নিয়োগ চলছে। আমাদের সাথে কাজ করতে চাইলে নিচে দেয়া হট লাইন নাম্বারে যোগাযোগ করুন, মোবাইল:-০১৬১৪০৮৮৫০৪ এবং আমাদের মেইল করতে পারেন :- doinikgonoktha@gmail.com।
শিরোনাম :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল দাকোপে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ভালুকায় আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের ব্যাক্তিগত তহবিল থেকে শাড়ি লুঙ্গী বিতরণ গাইবান্ধা ৪ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গির্জা ধর্মপল্লীর ঘোষণা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর জেলা প্রশাসকের গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন শ্যামনগরের সংকট নিরসনে ১২ দফা ঘোষণা করলেন আলফাত হোসেন  দাকোপে সাংবাদিকদের সাথে এন সিপির সম্ভাব্য প্রার্থীর মত বিনিময় সভা কয়রা–পাইকগাছা’র মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রায়কতে সর্বদা প্রস্তুত-: মাও. আবুল কালাম আজাদ পল্লী বিদ্যুৎ ও বাপেক্সের পর অবশেষে ৪৯ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন শেরপুরের রিপন!

গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি 

গোদাগাড়ীতে আটক স্বর্ণের বারকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। উপজেলার হাটপাড়া ঘাট এলাকায় গত ২০ অক্টোবর একটি স্বর্ণের চালান আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় চালানটি ৩ জন পুলিশ সিভিলে এসে বেলা আনুমানিক ৩ টার সময় ঐ ব্যক্তিকে আটক করে। আশপাশে লোকজনকে কিছু না বলেই আসামী মোশাররফকে হ্যান্ডকাপ পড়িয়ে মোটরসাইকেল যোগে উঠিয়ে নিয়ে যান তারা।

পরে প্রায় সাড়ে চার ঘন্টা পর আসামিকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ। এসময় ওসি ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, এসআই কুদ্দুস, এসআই রেজাউল, এএস আই মজনু মিয়া উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে পুলিশ ডাক দেয় এবং আসামীর কোমরের অংশ থেকে ৫ টি স্বর্ণের খণ্ডাংশ বার পেয়েছি মর্মে জানায়। এরপর ২ জনকে স্বাক্ষী করে পুলিশ আসামীকে নিয়ে চলে যান

এদিকে পুলিশের এসআই কুদ্দুস বলছেন আমরা আসামিকে আটক করেছি সাড়ে সাতটার সময়। আমরা ৩ টার সময় ঘটনাস্থলে যায়নি। যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সাড়ে সাতটায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীকে অবৈধ স্বর্ণের বারসহ আটক করেছি। অভিযান পরিচালনার সময় আপনারা ৩ জন ছিলেন এমন প্রশ্নে কুদ্দুস বলেন, না ঘটনাস্থলে আমি, ওসি মোয়াজ্জেম, এসআই রেজাউল, এএসআই মজনু মিয়া সহ কনস্টেবলরা ছিল। আমরা একবারই ঘটনাস্থলে গিয়েছি।

উপস্থিত এএসআই মজনু ৩ টার সময় তুলে আনার বিষয়টি স্বীকার করে জানান, আমরা ঐ সময় তার কাছে খুঁজে পায়নি। থানায় নিয়ে আসার পর পেয়েছি। আপনারা ঘটনাস্থলে গিয়ে আসামির কোমরে পাওয়ার বিষয়টি জনগনকে দেখিয়েছেন এমন প্রশ্নে মজনু দ্রুত কাজ আছে বলে সটকে পড়েন।

হাটপাড়া ঘাটের মমিন মাঝি বলছেন, ৩ জন লোক সিভিল পোশাকে এসে আসামিকে নৌকা থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। কাউকে কিছু বলেওনি কাউকে কোন কিছু দেখায়নি। তখন আমরা জানতাম না কি কারনে তাকে ধরে নিয়ে গেল। পরে আবার সাড়ে সাতটা সময় নিয়ে এসে যখন লোকজনকে দেখালো তখন জানতে পেরেছি। দেখলাম ৫ টি স্বর্ণের বার।

স্থানীয়রা আরও বলেন, স্বর্ণের বার আরও ছিলো। পূর্ণাঙ্গ স্বর্ণের বার থেকে খণ্ড অংশ করা হয়েছে। বড় একটা অংশ গোপন করা হয়েছে মর্মে জানান তারা।

হাটপাড়া এলাকার মুহিন ইসলাম (১৪) জানান, ৩ টার সময় ঐ লোকটাকে লিয়্যা গেছে।ফের এশারের সময় লিয়্যা আইসছে।তখুন দেখনু যে সোনা পাইয়্যাছে। হামি আর কিছু জানি না।

একই এলাকার নিতাই থানা থেকে পাওয়া ছবি দেখে বলেন, ঐ সময় এ ধরনের সোনার বার ছিল না। আরও মোটা ও লম্বা ছিল।

গোদাগাড়ী মডেল থানার ওসি ( ভারপ্রাপ্ত ) মোয়াজ্জেম হোসেন বলেন, আসামীকে ৩ টার সময় গ্রেফতারের তথ্য সঠিক নয়। অভিযানে থাকা এ এস আই মজনু আসামীকে ৩ টায় গ্রেফতার করেছে মর্মে স্বীকার করেছে বলে জানতে চাইলে ওসি বলেন তিনি সঠিক জানে না। স্থানীয়রা আসামীকে ৩ টার সময় আটক করেছে জানালে তিনি বলেন স্থানীয়রাও মিথ্যা বলছে। আসামী কে সন্ধ্যার পর আটক করা হয়েছে। আটক ব্যক্তির নিকট থেকে খন্ড সোনার বার পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট