মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ। গোলাম রব্বানী ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর দীঘলবস্তী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় মাদক বিক্রির খবর পেয়ে ৫ নং দুওসুও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লালাপুর দীঘলবস্তী কবরস্থানের সামনে পাকা রাস্তায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, 'মাদক ব্যবসায়ী তো দূরের কথা মাদক সেবন করে এমন মানুষের দলে কোন ঠাঁই নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার অপকর্মের দায় দল নেবে না। মঙ্গলবার (২১অক্টোবর)
দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা বলেন পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত