মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অ/পসারণের দাবিতে আল্টি/মেটাম দিয়েছে তৌহিদী জনতা।
মঙ্গলবার সকালে নির্মাণাধীন ভা/স্কর্য অ/পসারণের দা/বিতে মানববন্ধন ও প্রতি/বাদ সমাবেশে সরকারকে ৭২ ঘন্টার সময় বেঁ/ধে দেয় ওলামা মশায়েখ সহ
বি/ক্ষুদ্ধ জনতা। নির্মাণাধীন ভা/স্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বি/ধ্বংসী আঘা/ত এনেছে উল্লেখ করে বক্তারা বলেন ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান আনদোলনে ভাস্ক/র্যের রাজনীতি শেষ হয়ে গেছে। এদেশে আর কোন দিন ভাস্ক/র্যের রাজনীতির ঠাই হবে না।
এ সময় বক্তারা নির্মাণাধীন ভাস্কর্য অপ/সারণ করার জন্য ৭২ ঘন্টার সময় বেঁ/ধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অপসা/রণ করা না হলে ক/ঠোর আন্দোলনের হুশি/য়ারী দিয়ে বক্তারা বলেন, তখন এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। পাইকগাছা কয়রা তৌহিদী জনতা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ। এ সময় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস কুরনী, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ, আতাউল গণি, ইলিয়াস আমিন ও ফরহাদ হুসাইন সহ বিভিন্ন ওলামা মশায়েখ গণ।
উল্লেখ্য: পাইকগাছাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাসের ভিতরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে একটি মুক্তিযুদ্ধের ভা/স্কর্য নির্মাণ করছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা নিয়ে নানান
প্র/শ্ন উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে আলোচনা করে নির্মাণ কাজ বন্ধ রেখে নির্মাণাধীন ভা/স্কর্য পলিথিন দিয়ে ঢেকে রাখে।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত