প্রতিবেদক: নাজমুল রনি বন্দর ও করিডোর সংক্রান্ত ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেন, “মিয়ানমারকে করিডোর দেওয়া হয়েছে” — এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
ড. ইউনূস বলেন, জাতিসংঘ মহাসচিব রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব দিয়েছিলেন, যার মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা লাঘব করা ও প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। তবে এটি কেবল প্রস্তাব পর্যায়েই ছিল এবং কোনো বাস্তবায়ন হয়নি।
তিনি আরও জানান, এই ধরনের ত্রাণ সহায়তা প্রক্রিয়া আন্তর্জাতিক মহলে একটি স্বাভাবিক মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয় এবং এর সঙ্গে কোনো ভূ-রাজনৈতিক করিডোর নীতির সম্পর্ক নেই।
ড. ইউনূস মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “রোহিঙ্গা সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকাই আমাদের একমাত্র লক্ষ্য।”
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা ২০২২ - ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত