পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সদ্যসমাপ্ত মে মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার, যা একক মাসের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি গত বছরের মে মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।
এর আগে চলতি বছরের মার্চ মাসে, ঈদুল ফিতরের প্রাক্কালে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৩০ কোটি মার্কিন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রাপ্তির সর্বোচ্চ রেকর্ড।
বিশ্লেষকরা বলছেন, উৎসবকেন্দ্রিক খরচ, পরিবারে অর্থ সহায়তা এবং হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহ বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এমন ইতিবাচক ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার করবে।
ব্যাবস্থাপনা পরিচালক: মোঃ তরিকুল ইসলাম।প্রধান সম্পাদক: উজ্জ্বল কুমার দাস।প্রকাশক: মোসাম্মৎ তাসমিন আক্তার তরিকুল।সম্পাদক: শেখ হুমায়ূন।বার্তা সম্পাদক: খালিদ হাসান।
নিউজ পাঠানো মেইল = news.doinikgonokotha@gmail.com / সিভি পাঠানো মেইল = doinikgonoktha@gmail.com
অফিস যোগাযোগ কন্টাক্ট নাম্বার:০১৭৬৭৭৮৮৮১২/০১৯৭৫৯৬১৩৪৭/০১৬১৪০৮৮৫০৪ / অফিস প্রধান কার্যালয় বাগেরহাট:বাসস্ট্যান্ড আল আমিন হোটেল এর নিচে বাগেরহাট।
© দৈনিক গণকথা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত